হারুন শেখ রামপাল প্রতিনিধি।
রামপালবাসীর আয়োজনে এক মানববন্ধন করেন কাপাস ডাঙ্গা ব্রিজ এলাকায় (বুধবার ১ লা নভেম্বর বিকাল ৫টায়) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রামপাল- মোংলায় দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থীর দাবিতে এ মানববন্ধন করা হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন,গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সদ্দার, গৌরমভা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন শেখ আওয়ামী লীগ নেতা খান মুক্ত, গফফার শেখ, শ্রমিক লীগ নেতা উজ্জ্বল, মৎস্যজীবী লীগ নেতা ইনতাজ, ইউপি সদস্য শাহনাজ বেগম, ৫নং রাজনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জালিনুর ইসলাম হাজরা, গৌরম্ভা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডুলি, গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী দাদ হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান পল্টু, ১ নং স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল চৌধুরী, কাপাসডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল গাজী, ইমরোজ, বাঁশতলী ইউনিয়নের সম্পাদক অহিদুজ্জামান, মোংলা পৌর যুবলীগ নেতা শাহিন শিকদার, এ সময় নেতৃবৃন্দরা বলেন, মোংলা ঘাট দিয়ে হাজার হাজার ইপিজেডের শ্রমিকসহ বিভিন্ন কম্পানির শ্রমিকরা পার হতে যেয়ে নদীতে পড়ে মৃত্যু বরন করেন এবং মোংলা সাইলোর মালামাল আনা নেওয়ায় বিঘ্ন ঘটে রাস্তা ও মোংলা সেতু না থাকায়। তাই মোংলা -রামপাল বাগেরহাট ০৩ আসনে দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থী হিসেবে চিত্র নায়ক শাকিল খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় মোংলা রামপালবাসী। এ সময় গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার বলেন, রামপাল -মোংলা বাগেরহাট ০৩ আসনে নৌকার মাঝি চিত্র নায়ক শাকিল খান হবেন। যারা আওয়ামীলীগের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল হামলা মামলা, আর আওয়ামীলীগ করার অপরাধে হাসির পাত্র হয়েছিল আজ তারা দলের সদস্য হতে পারে না কিন্তু নব্য আওয়ামীলীগেরা বরাবরের মত দলের সামনে থাকে।
যাদের বাপ দাদারা আওয়ামিলীগ নাম শুনতে পারত না আজকে তাদের অবস্থান প্রথম। কতো নিঃঘুম রাত এই দলের জন্য কাটিয়েছে এমন মানুষ আজ দল থেকে অনেক দূরে। চিত্র নায়ক শাকিল খানের হাত ধরে আবার ত্যাগী আওয়ামী লীগ কর্মী তাদের সম্মান ফিরে পাবে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গৌরম্ভা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি বিশ্বনাথ, গরম বা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান গাজী, ১ নং গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোবিন্দ ঘোষ,মো: জসিম শিকদার, ১,২,৩ নং ওয়ার্ডের যুব মহিলালীগ কর্মী সাগরিকাসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার ।