নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বালু উত্তোলনের কারণে জে কে কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে নলকা ফুলজোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ দেন
এ বিষয়ে তৃপ্তি কণা মণ্ডল জানান, ফুলজোড় নদীর ওপর নির্মিত জোড়া সেতুর তলদেশের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করায় সিরাজগঞ্জ শহরের জে কে কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী কেএম তানভীর ইসলাম শুভকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।