জেলা প্রতিনিধিঃ নড়াইল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকাল ৪ টায় লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী সুলতানুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: নায়েব আলী, লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো: সাহিদুজ্জামান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম লায়ন, সাজ্জাদ শিকদারসহ প্রমূখ।