ঢাকাWednesday , 25 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রাস্তার প্রবেশ পথে প্রতিবন্ধকতায় সৃষ্টি এলাকায় টানটান উত্তেজনা

    দেশ চ্যানেল
    October 25, 2023 12:22 pm
    Link Copied!

    তপন দাস
    নীলফামারী প্রতিনিধি

    নীলফামারীর জলঢাকায় রাস্তার প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকায়
    টানটান উত্তেজনা বিরাজ করছে।
    এঘটনাটি ঘটেছে উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌজা শৌলমারী গড়েরডাঙ্গা এলাকায়।
    বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় এক গ্রামের মানুষের চলাচলের একমাত্র এরাস্তার প্রবেশ মুখে দোকানের পাশে বসার জন্য বাশেঁর খুটি দিয়ে আঠাল তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি করায় এলাকায় চরম উত্তেজনার সৃস্টি হয়।
    এঘটনায় এলাকার ৭-৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী মশিউর রহমান যাদু জানান, রাস্তাটির প্রথম অংশে আমার ক্রয়কৃত ৩ শতাংশ জমি রয়েছে।
    এ রাস্তাটি যদিও রেকর্ডভুক্ত নয়, তবুও এ রাস্তাটি দিয়ে এক গ্রামের মানুষ চলাচল করেন। এদিকে আমার সাথে শত্রুতামী করে প্রতিবেশী তাজুল ইসলাম, লাভলু ইসলাম, আজিজুল ইসলাম কেরু, নজরুল ইসলাম ও হোসেন আলী সহ আরো অনেকে সংঘবদ্ধ হয়ে এই প্রতিবন্ধকতার সৃস্টি করেছে। আমরা এলাকাবাসী বাধা দিতে গেলে তারা পেশীশক্তি প্রয়োগ করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদান অব্যাহত রাখেন। আমি এঘটনা সুষ্ঠু বিচার ও সমাধানের জন্য গতকাল মঙ্গলবার জলঢাকা থানায় একটি অভিযোগ করি। এতে এ সমস্যার সমাধান না হলে, যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্সের আশংকা রয়েছে।
    এলাকাবাসী মঞ্জিলা বেগম, মোখলেছার রহমান, পোদ্দার সহ আরো অনেকে এ প্রতিবেদককে জানায়, আমরা এলাকার ১৫০টি বাড়ীর প্রায় ৪ শত মানুষ বহুদিন ধরে ছোট এ রাস্তাটি দিয়ে চলাচল করে আসছি। কিন্তু হঠাৎ করে ২৪ তারিখ মঙ্গলবার এরা আমাদের চলাচলের রাস্তায় বন্ধ করে দেয়।
    এবিষয়ে এই ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম হাফে বলেন, আমি সমাধানের জন্য অনেক চেষ্টা করেও কোনো সুফল হয়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST