আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলা সদরে ফকিরের মোড় (কানাইবাড়ী) থেকে হাটুরিয়া নাকালিয়া রোডের উপজেলা পরিষদ অংশে রাস্তা ভেঙে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। বেড়া থেকে নাকালিয়া যাওয়ার পথে হাতের বাম পাশে হাতিগাড়া ঈদগা মাঠ। ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে উপজেলা পরিষদের ছোট জলাশয়।জলাশয়ের দক্ষিণ পাশে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল। ঈদগা মাঠের গেট সংলগ্ন দক্ষিণ পাশে জলাশয় সংলগ্ন রাস্তা ভেঙে গিয়েছে। নিয়ম অনুযায়ী রাস্তার উভয় পাশে ১০ ফিট করে জায়গা থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই৷ ফলে পথচারী, রিকশা-ভ্যান, অটোরিকশা , কাভার্ড ভ্যান, সিএনজি চালিত থ্রি হুইলার ইত্যাদি চরম ঝুঁকির মধ্যে চলাচল করে। বিশেষ করে রাত্রিবেলা ঝুঁকির পরিমান আরো বেড়ে যায়। কারণ কখনো আলোর ব্যবস্থা থাকে আবার কখনো আলোর ব্যবস্থা থাকে না। যেকোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।
বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। কিন্তু বিষয়টি আজও সমাধান হয়নি। প্রতিদিন ওই রাস্তা দিয়ে হাজার হাজার লোক সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত চলাচল করে। এলাকাবাসী দ্রুত বিষয়টির দিকে নজর দিয়ে সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছে।