ঢাকাSunday , 13 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রূপালী চাঁদ এবং আমি-

দেশ চ্যানেল
July 13, 2025 3:53 am
Link Copied!

ইমরান হোসেন

মেঘহীন আকাশে রূপালী চাঁদ আর তারার মেলা দেখে এক সময় অভিভূত হয়ে যেতাম। স্বচ্ছ রূপালী চাঁদের দিকে তাকালে দেখতে পেতাম তোমার মায়া ভরা নিকেল মাখা মুখ। আহ! কি নিঃসীম মায়া।আহ্! কি অপার সুন্দর মুখশ্রী। আমি মিছেমিছি চাঁদের সঙ্গে কথা বলতাম।
চাঁদ এবং তারা আমায় হাতছানি দিয়ে ডাকত। আমায় বলতো এসো তোমার প্রিয়ার জন্য কিছু নিয়ে যাও।
চাঁদ ছিল আমার হৃদয়ের নিঃশব্দ বন্ধু।
আমি চলে যেতাম চাঁদ এবং তারার কাছে। সেখান থেকে নিয়ে আসতাম চাঁদের টিপ তুমি কপালে দিবে বলে, তারার ফুলে গাথামালা তুমি গলে পড়বে বলে। মেঘের কাজল নিয়ে আসতাম তুমি চোখে দিবে বলে। তোমাকে ওগুলোতে সাজিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকা হয়নি কোনদিন আমার। কারণ তুমি বাস কর বাস্তবে তো দূরে থাক আমার কল্পনারও অনেক অনেক বাইরে।
চাঁদ কিছু বলতো না, শুধু মৃদু হেসে যেত। তোর মতোই… নিঃশব্দ, মায়াময়।
তারপর তুই চাঁদ থেকে আলাদা হয়ে গেলি। দূরের কেউ হয়ে গেলি।
রূপালী চাঁদ এখন কেবল আমার দিকে তাকিয়ে থাকে, আমার মতো অবাক চোখে।
তোর অনুপস্থিতিতে চাঁদের ঔজ্জ্বল্যও আজকাল মলিন লাগে।

আমার এক সময় ছিল, যখন রাতের নিস্তব্ধতা আমাকে ভীষণভাবে ভীত করতো।
সকালের সোনালী রোদ্দুর আলোকিত করতো— গোধূলির রক্তে আবেগে আপ্লুত হতাম।
কিন্তু আজ কোনো অনুভূতি নেই আমার।
তুই নেই বলেই সবকিছু কেমন থেমে গেছে।কোন আনন্দের কারণে যেমন উল্লসিত হইনা। তেমনি কোন কষ্টের কারণেও বিষন্নতায় ভুগি না।

কবিতার খাতা ছুঁয়ে দেখি দেখিনা কতদিন। মনে আছে তোমার?
তুই যে আমার বাঁধভাঙা হাসিটা পছন্দ করতিস, সেই হাসিটাও না হারিয়ে ফেলেছি আজ।
আমার অস্তিত্বে আজ আমাকেই খুঁজে পাই না।
নিঃস্বতা আর নৈঃশব্দ্য এখন আমার সবচেয়ে কাছের।
আমার সাথে ছায়ার মতো লেগে থাকে।

দূপুর রাতে এই ধরনীর সকল সুখী মানুষেরা ঘুমের রাজ্যে পাকা ভিত্তিপ্রস্থর স্থাপনে যখন ব্যস্ত ঠিক এমন সময়ে ঘুমের দেবতারা তোমাকে ভালোবাসার অভিযোগে অভিমানে আমার কাছ থেকে লক্ষ কোটি মাইল দূরে।
রাতের বাতাস যখন বেদনায় পাখা মেলে,
তখন আমি আজও জেগে থাকি— তোর জন্য।
জানালার পাশে দাঁড়িয়ে দেখি চাঁদটা আজও আগের মতোই আছে।

শুধু তুই নেই, আমি নেই। আমরা নেই।
এতদিন তৃষ্ণার্ত পথিকের ন্যায় বিড়ান মরুভূমিতে মরীচিকার পেছনে ছুটেছি। হাজার হাজার মাইল পথ দৌড়ে পার করেছি কিন্তু কখনোই আমার গন্তব্যের দূরত্ব কমেনি। স্বপ্নের সিঁড়ি বেয়ে শুধুই উপরের দিকে উঠেছি কিন্তু বাস্তবে এসে দেখি আমি উপরের বিপরীত দিকে নামছি আর নামছি।

মনে আছে? সেই পূর্ণিমা রাতের কথা?যে রাত এসেছিল শুধু তোর আর আমার জন্য। যে রাতে তুমি আমার হাতে হাত রেখে বলেছিলে ভুলবো না কোনদিন।
যে রাতে তুই বলেছিলি— ভুলে যাস না!
তাহলে আজ কেন দূরে দিব্যি ভুলে রয়েছো আমায়?কোন সুখের আশায়।
তবুও তোকে অভিশাপ দেব না।
কারণ তোকে অভিশাপ দেওয়া যায় না। তোমাকে অভিশাপ দেওয়ার ক্ষমতা স্বয়ং বিধাতা আমাকে দেয়নি। বিধাতার কাছে প্রার্থনা করি তোমাকে অভিশাপ দিব আর আগেই যেন আমাকে পৃথিবী থেকে তুলে নেয়।

তবে প্রার্থনা করি—
অতঃপর তোমার চারপাশে সুখের দেয়াল ঘিরে থাকুক কোন কষ্টই যেন স্পর্শ করতে না পারে তোমায়। সুখে থেকো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST