রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
খাগড়াছড়ি বিজিতলা ও গামারিঢালা এলাকায় ৩৩ পরিবার রোহিঙ্গাকে পুনর্বাসনের দাবিতে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ব্হস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) ইউপিডিএফের চার সংগঠনের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
দুপুর ১টার সময়ে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সহ সধারন সম্পাদক নবীন চাকমার চঞ্চালনায় গনতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সহ সভাপতি ইংগেছ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন অুনপম চাকমা D.Y.F খাগড়াছড়ি জেলা কমিটি অর্থ সম্পাদক, অর্পনা চাকমা সদস্য H.W.F বাঘাইছড়ি উপজেলা শাখা, রুপসী চাকমা সভাপতি পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা। সমাবেশ বক্তব্য রাখেন আর্জেন্ট চাকমা ইউপিডিএফ সংগঠক।
একই ব্যানারে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে চার সংগঠন।
এতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির বাঘাইছড়ি উপজেলার সাধারন সম্পাদক সত্য চাকমার চঞ্চালায় নিখীল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নিউটন চাকমা সভাপতি গনতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা শাখা, বিশাখা চাকমা H.W.F সাংগঠনিক সম্পাদক বাঘাইছড়ি উপজেলা, অজল চাকমা পিসিপি সভাপতি বাঘাইছড়ি উপজেলা, রুপায়ন চাকমা পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সমাবেশে আরো বক্তব্য রাখেন রিয়েল চাকমা ইউপিডিএফ সংগঠক বাঘাইছড়ি।
সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি বিজিতলা ও গামারিঢালায় সেনাদের সহয়োগীতা ৩৩ পরিবার রোহিঙ্গা পুনর্বাসন করা হয়েছে এটি সম্পুন্ন রাষ্টীয় বাহিনীর ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দিতে এটি একটি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে বক্তরা বলেন।
সমাবেশে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন রোহিঙ্গারা এদেশের নাগরিক না হয়েও রাষ্ট্রীয় বাহিনীরা রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেয়ার জন্য স্হানীয় বিজিতলাও গামারিঢালার জনপ্রতিনিধিদের বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন। রোহিঙ্গাদের কারনে স্হানীয় এলাকার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায়।
সমাবেশ থেকে অবিলম্বে বিজিতলা ও গামারিঢালা এলাকায় পুনর্বাসিত রোহিঙ্গাদের তাদের শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর দাবি জানায় এবং রোহিঙ্গাদের কার মমদে সেখানে বসতি স্হাপনের সহয়োগীতা করেছে সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনার আহবান জানানো হয়।