আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে কুড়িগ্রামের রৌমারীতে নিবার্চন কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে ১৮ থেকে ২০ এপ্রিল এর মধ্যে। আপিল নিষ্পত্তি করতে পারবে ২১ এপ্রিল পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পাচ্ছেন ২২ এপ্রিল পর্যন্ত, প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাচ্ছেন ২৩ এপ্রিল এবং ১৫২টি উপজেলায় একযোগে ভোটগ্রহণ হবে ৮ ই মে।
নিবার্চন কর্মকর্তা আরও জানায় মনোনয়নপত্র অনলাইনেই দাখিল সম্পূর্ণ হয়েছে। জামানতের টাকাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়েছেন প্রার্থীরা। কাজেই সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হয়েছে। প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নিবার্হী কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক। অপরদিকে রৌমারী উপজেলা পরিষদের নিবার্চনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে পুরুষ প্রার্থী ৩ জন-মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন ( ১) ইমান আলী ইমন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, (২) শহিদুল ইসলাম শালু ইউপি চেয়ারম্যান সাবেক ,(৩) মজিবুর রহমান বঙ্গবাসী উপজেলা চেয়ারম্যান সাবেক, (৪)-ফজলুল হক মন্ডল ইউপি চেয়ারম্যান সাবেক, (৫) জাইদুল ইসলাম মিনু জেলা পরিষদ সদস্য সাবেক, (৬) সামিউল ইসলাম জীবন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রৌমারী সরকারী ডিগ্রি কলেজ, (৭) মজনু মিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, (৮) মুরাদুল ইসলাম, (৯) আবুল বাশার মঞ্জু । ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন (১) মোজাফফর হোসেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, (২) সামসুদ দোহা বাংলাদেশ যুবলীগ সভাপতি ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা , (৩) সেকান্দার আলী চাঙ্গা। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন (১) মাহমুদা আক্তার সৃতি সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, (২) তাজমিন নাহার (শাপলা) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, (৩)আয়শা সিদ্দিকা সহ তিনজন।
এবিষয় রৌমারী উপজেলা সহকারি নির্বাচন কমিশনার এমদাদুল হক বলেন গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত
রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ সর্বমোট ১৫জন প্রার্থী।