ঢাকাTuesday , 27 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে বাপবেটা মাদক কারবারি আসামি আটক, দূর্বৃত্তরা আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশের ৮ রাউন্ড ফাঁকা গুলি।

Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ কতৃক মাদক সম্রাট বাপবেটা আটক-২। গতকাল (২৭ মে) মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুৎফর রহমান, রৌমারী থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরী অন্যান্য অফিসার ও ফোর্স সহ ৮ সদস্যের পুলিশ অভিযান টিমটি রৌমারী থানাধীন আলগারচর গ্রামের মৃত্যু চান মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৯) ও আনোয়ার হোসেনের পু্ত্র মানিক মিয়া (২৯) কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। আনোয়ারের ঘর তল্লাশী করে ০৫ নং যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামের পলাতক আসামি এরশাদ (৩৭), ইসমাইল (৪০),এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত হতে ৪.৫০০ (চার কেজি ৫০০ গ্রাম) কেজি গাঁজা,৩০৪৫ (তিন হাজার পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট , চারটি ১০০ রুপির নোট ৪০০ ইন্ডিয়ান রুপি, ৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় এবং জব্দকৃত মালামাল সহ আসামিদের বসতবাড়ি হতে বের হওয়ার রাস্তায় আসলে গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ওএলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র লাঠি, সোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা করে ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ নিরাপত্তাহীনতায় উপনীত হলে আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ০৮ রাউন্ড শটগালের ফাঁকা গুলি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গ্রেপ্তারকৃত আসামিসহ উদ্ধারকৃত মাদক সহ নৌকা যুগে নদীপথে পার হয়ে নিরাপদে থানায় পৌছায়।

ঘটনাস্থলে হামলাকারীদের আক্রমণে এএসআই মনির হোসেন, কনস্টেবল ২৯০ /রাকিবুল আহত হয়। এএসআই মনির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছ। কনস্টেবল রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে থানায় চলে যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতবাড়ী থেকে মাদকসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আসামী কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST