মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম)সংবাদদাতা:
রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৭৮ সালের এইদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। ১ লা সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রৌমারী উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাশেম মাষ্টার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম, নুর আলম খান হিরো, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান পলাশ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সানজিদা ইয়াসমিন শিল্পী, চর শৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক আব্দুস সাত্তার, বন্দবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজিম উদ্দিন মেম্বার, যাদুরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান মতিসহ অঙ্গ সংগঠনের আহ্বায়কবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কমীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ।