ঢাকাTuesday , 26 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালিত

দেশ চ্যানেল
March 26, 2024 9:48 am
Link Copied!

আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত।

 

আজ ২৬ মার্চ, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত।

 

মঙ্গলবার ২৬ মার্চ দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর ৫টা ৫৮ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন মাননীয় সংসদ সদস্য মটি ও মেহনতি মানুষের জননেতা অ্যাড. বিপ্লব হাসান পলাশ ২৮ কুড়িগ্রাম ৪ আসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ৩নং বন্দবেড় ইউনিয়ন , বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা , মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, বাস মিনি বাস মটর শ্রমিক সভাপতি মতিন। একই ভাবে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ বভন চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালে পূস্পমাল্য অর্পণ করা হয়। পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও মুক্তিযোদ্ধা গ্যালারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য দপ্তরের মধ্যে রয়েছে, উপজেলা কৃষি অধিদপ্তর, সাবরেজিস্ট্রার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়, মর্নিংসান কিন্ডার গার্টেন, সাদেক হোসেন মেমোরিয়াল হাইস্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST