মোঃ আয়নাল হক (রৌমারী কুড়িগ্রাম) সংবাদদাতা:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যদিয়ে। গতকাল ২৭ অক্টোবর সকাল ১১টার দিকে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের যুবদলের সকল স্থরের নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির পার্টি অফিসে একত্রিত হয়। পরে পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তলন শেষে একটি র্যালি বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমের সামনে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন (আকন্দ), প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জনাব আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, আহবায়ক রৌমারী উপজেলা বিএনপি, অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন মশিউর রহমান পলাশ সদস্য সচিব রৌমারী উপজেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাজিুর রহমান ( রঞ্জু) সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি, রাজু আহমেদ যু্গ্ম আহবায়ক উপজেলা বিএনপি, মঞ্জরুল ইসলাম মঞ্জু যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি, অধ্যাপক সাজ্জাদুল ইসলাম সুজন সিনিয়ার যগ্ম আহবায়ক উপজেলা যুবদল, রবিউল ইসলাম রানা সদস্য সচিব উপজেলা সেচ্ছাসেবক দল, শাহাজাদী ইয়াসমিন শিল্পী আহবায়ক রৌমারী উপজেলা মহিলা দল, মোঃ ইব্রাহিম আলী আহবায়ক ৩নং বন্দবেড় ইউনিয়ন যুবদল, যাদুরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া , উপজেলার ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন রানা, ছাত্র দলের সদস্য সচিব ফারুক আহম্মেদ বাবুসহ ছয়টি ইউনিয়নের বিএনপির সকল স্থরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে ৪৭তম প্রতিষ্ঠার্বাষিকী সফল করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু , যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ,সদস্য সচিব মশিউর রহমান পলাশ,বন্দবেড় ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কাজিম উদ্দিন মেম্বার, বন্দবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ, মহিলা দলের আহবায়ক শিল্পী আক্তার ও ইব্রাহিম আলী, ৬নং চরশৌলমারী ইউনিয়নের লাল মিয়াসহ আরও অনেকেই। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন সামনে জাতীয় সংসদ নিবার্চন, দলের নেতার্কমীদের উদ্দেশে বলেন চাদাঁবাজী ধান্দাবাজী করলে কাওকে ছাড় দেওয়া হবে না। সবাইকে ভালো মনের মানুষ হওয়ার আহবান করেন নেতৃত্ববৃন্দরা।

