রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম আজাদ (৩০) নামের এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত যুবক হলেন রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এক ব্যক্তি ইয়াবাসহ বাজার এলাকায় অবস্থান করছে। দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে তল্লাশী করে অবৈধ ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন , অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।