রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি,
রৌমারী উপজেলাধীন ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপিকে কোনঠাসা করতে স্থানীয় ষড়যন্ত্র কারি বিএনপির একটি অংশ ও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। শফিয়ার রহমানের অভিযোগ দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপিকে ছত্রভঙ্গ করতে এবং বহিরাগত শক্তিকে ব্যাবহার করে বিএনপির মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দাঁতভাঙ্গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটি। ১৯৯০ এর ছাত্র আন্দোলনের ফসল দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপি। সে সময়ের লড়াকু ছাত্র নেতা শফিয়ার রহমান। যার হাতধরে দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির মহা মিলন ঘটেছে। শফিয়ার রহমান দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ২ বার,যুবদলের সভাপতি ২বার, দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ১ বার এবং সভাপতি এখন পর্যন্ত রয়েছেন। দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনের অবসানে ও কালিমা লেপনে মরিয়া তার প্রতিপক্ষরা।
সারাদেশ আওয়ামী পন্থি নেতাকর্মীদের দখলে গেলেও দাঁতভাঙ্গা ইউনিয়ন একমাত্র শফিয়ার রহমানের শক্তিশালী নেতৃত্বের কারণে দখলে নিতে পারেনি আওয়ামিলীগ। তৃণমূল থেকে বিএনপিকে নারী পুরুষ সম্মিলিত একটি শক্তিতে রুপান্তরিত করছেন।
বিগত সরকারের দোসরদের সাথে আঁতাত করে নিজ দলীয় কিছু বিপদগামী নেতাকর্মি শফিয়ার রহমানের সুসংগঠিত বিএনপিকে প্রশ্নবিদ্ধ ও বিভক্ত করতে মরিয়া হয়ে উঠেন। যারা বিগত দিনে বিএনপির মিছিল মিটিং সংগ্রাম সমাবেশে গা-ঢাকা দিয়ে দোসরদের সাথে আঁতাত করে চলেছে, তারাই আজ নিজেদের জাহির করতে নানা মিথ্যাচার এবং নোংরা পথ বেঁচে নিয়েছেন। এখনো যে শফিয়ার রহমানের ডাকে হাজার হাজার নারী পুরুষ মাঠে নামবে। কিন্ত প্রতিপক্ষ তাকে প্রতিহত করার নীল নকসা নিয়ে মাঠে, ষড়যন্ত্রে মেতেছে। এব্যাপারে শফিয়ার রহমানের সাথে কথা বললে তিনি জানান,৯০ এর ছাত্র আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় ৩৫ বছর দলটিকে আঁকড়ে ধরে শহীদ জিয়ার আদর্শ লালন করে আসছি। ৩৫ বছরে দাঁতভাঙ্গার মাটি বিএনপির ঘাঁটিতে পরিনত করেছি। কিন্তু ঘরের শত্রু বিভীষণ। বিগত দিনে যারা ফ্যাসিস্টদের লালন করে তাদের ছত্র ছায়ায় সুবিধা ভোগ করেছে, তারাই আজ সাজানো গোছানো দলটির মধ্যে দ্বিধা বিভক্তি ছড়াতে অপকর্মে মেতেছে। তিনি আরো বলেন,আমার ভয়েস এডিটিং করে জমা জমি পারিবারিক বিষয় কেন্দ্র করে আমাকে দমিয়ে রাখার নোংরা পরিকল্পনা অব্যাহত রেখেছে।
এনিয়ে সরেজমিনে সাক্ষাৎ করে দাঁতভাঙ্গা ইউনিয়নের মানিক মিয়া আহ্বায়ক দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদল, মমিনুল সদস্য সচিব দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদল , মুকুল মিয়া ৯ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আলাউদ্দিন দাঁতভাঙ্গা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুগ্ন সাধারণ সম্পাদক। আব্দুস ছালাম সভাপতি দাঁতভাঙ্গা ইউনিয়নবিএনপি, মোশারফ হোসেন সভাপতি দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপি তাতীদল,আব্দুল লতিফ সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি তাতীদলসহ আনেকের সাথে কথা বললে তারা বলেন, শফিয়ার রহমান ৯০ এর লড়াকু নেতা। যার হাতধরে দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির উত্থান হয়। প্রায় ৩৫ বছর ধরে যার অর্থ মেধা সাহসীকতা ও মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ভুমিকা রেখেছে, তিনিই এক নামে খ্যাতি অর্জন কারি যার নাম নেতা শফিয়ার। আমরা তার ভালোবাসা সহানুভূতি নীতি আদর্শে বিএনপির পতাকা তলে সমবেত হয়ে শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করছি।
তবে দাঁতভাঙ্গা তৃণমূল ঘুরে দেখা গেছে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নামধারী কিছু সুবিধা ভোগ কারীর, একটি সমালোচিত লুটেরার সুক্ষ ষড়যন্ত্রে এমন বিভ্রান্ত ছড়াচ্ছে। তবে এব্যাপারে সাধারণ বিএনপির নেতাকর্মীদের মাঝে নেতার বিরুদ্ধে মিথ্যা চারের কোন প্রভাব পড়েনি। দাঁতভাঙ্গা ইউনিয়নে নেতা শফিয়ার বিএনপির হ্যামিয়লনের বাঁশি ওয়ালা। যার ডাকে দাঁতভাঙ্গা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের উপস্তিতি মহাসমুদ্রে পরিণত হয়।
এব্যাপারে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ বলেন, দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমান ৯০ এর জাতীয়তবাদী দলের ছাত্র নেতা যুবদল ও বিএনপির দায়িত্ব ৩৫ বছর যাবৎ পালন করে আসছেন। যার কাঁধেই দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপি নিরাপদ।