মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –
র্যাবের অভিযানে বগুড়ার শাজাহানপুরে জুনায়েদ হত্যা মামলার পলাতক আসামি মোঃ রাসেল (২২) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার বিহারী কলোনী এলাকার ইয়াসিন আলীর ছেলে মোঃ রাসেল (২২)।
র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ ময়মনসিংহ একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাইরপাড় এলাকা থেকে পলাতক আসামি রাসেলকে গ্রেফতার করা হয়।
তবে, প্রাথমিকভাবে রাসেল জানায়, জুনায়েদরা একসাথে ৭ জন থাকলেও তার সাথের একজন এবং অটোরিক্সা চালকসহ তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে সে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।
ইতিপূর্বে রাসেলের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা রয়েছে।
উল্লেখ্য যে, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র জুনায়েদ আহমেদ (১৭)।
গত ২১ অক্টোবর শাজাহানপুর উপজলার সুজাবাদ এলাকায় পূজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার পথে বনানী পাকা রাস্তার উপর অজ্ঞাত ৯ থেকে ১০ জনের মোটরসাইকেল বহরের সাথে অটো ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা জুনায়েদকে এলো পাথারী ভাবে মারপিট করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌণে ১০ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় জুনায়েদের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সেই মামলার সূত্র ধরে রাসেলকে গ্রেফতার করে র্যাব।