মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবগঞ্জ থানার নারী ও শিশু অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে গতকাল ৩ আগস্ট রাত সারে ১১টার দিকে র্যাব সদর দপ্তরের সহযোগিতায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ সাভারের যৌথ অভিযানে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী :
মোঃ আব্দুল খালেক (৪০), পিতা-আঃ কাদের, সাং-পুটখুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ২০০৫ সালে আসামী আব্দুল খালেক এবং তার বন্ধু মোখলেছুর রহমান ও রুবেল মিলে তার প্রতিবেশী মোছাঃ বেদেনা (৩৮) নামের একটি মেয়েকে অপরহণ করে।
পরবর্তীতে ভিকটিমের বাবা আজাহার আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন এবং ২০১৩ সালের রায়ে ধৃত আসামীর ১৪ বছরের সাজা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী গ্রেফতার এড়াতে সাভার এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করতো। এছাড়াও মামলার সাজা হইতে পরিত্রান পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলো।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                