ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ।

দেশ চ্যানেল
December 13, 2025 3:29 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ডিলার শিপন ট্রেডার্স এর মালিক সনজিত পালের একটি দোকান থেকে ১৫৮ বস্তা সার জব্দ করা হয়।

১৫৮ বস্তার মধ্যে ৭৯ বস্তা এমওপি যার সরকারী বাজার মূল্য ৭৯ হাজার টাকা, ৬৮ বস্তা ইউরিয়া যার সরকারী বাজার মূল্য ৯১ হাজার ৮ শত টাকা ও টিএসপি ১১ বস্তা যার সরকারী বাজার মূল্য ১৪ হাজার ৮ শত ৫০ টাকা, সর্বমোট ১৫৮ বস্তা সারের সরকারী বাজার মূল্য ১ লক্ষ ৮৫ হাজার ৬ শত ৫০ টাকা।

সার জব্দ কালে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম জানান লাখাই উপজেলার সার পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় পাচার রোধে মোড়াকরি বাজারে যায়,একটি চা স্টলে চা খাচ্ছিলাম, একটি বন্ধ দোকানের সামনে কয়েকটি সারের দানা পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়,পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম মহোদয় কে অবহিত করে পুলিশের সহযোগিতা নিয়ে দোকানের তালা খোলা হলে সেখানে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার পাওয়া যায়।

তিনি আরও জানান জব্দকৃত ১৫৮ বস্তা সার ঐ ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়া হবে।

কঠোর হুশিয়ারি করে তিনি আরও বলেন সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, কোনভাবেই লাখাই উপজেলার সার অন্য উপজেলা বা জেলায় বিক্রি করতে দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST