লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ২ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে লাখাই থানার পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত মোঃ মুতি মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া(৩৭)।
থানা সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় এসআই মানিক সাহা ও এসআই প্রনয় কুমার সরকারের নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১২ জানুয়ারী দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে করাব ইউনিয়নের রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে আটকের বিষয় টি নিশ্চিত করে তিনি জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।