লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে লাখাই থানার পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া পুরান বাড়ীর ছফি মিয়ার ছেলে শহিদুল ইসলাম(৩২)।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় এস,আই/ মৃদুল কুমার ভৌমিকের নের্তৃত্বে ও এ,এস,আই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১৩ জানুয়ারী দিবাগত রাতে লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে ব্রাক অফিস সংলগ্ন লাখাই টু হবিগঞ্জগামী পাকা রাস্তার পাশ হইতে ৭০( সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ শহিদুল ইসলাম কে আটক করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম কে আটকের বিষয় টি নিশ্চিত করে তিনি জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।