লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে ওয়ারেন্ট ভূক্ত এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই থানার ৩ন মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আবু মিয়ার ছেলে সাবু মিয়া (৪২)।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনা ও লাখাই থানার এ,এস,আই আবেদ আলী,এ,এস,আই সবুজ চন্দ্র বিশ্বাস ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট নং-১৭/১৮ (লাখাই), প্রসেস নং-৪০২/২৩ এর পরোয়ানাভূক্ত আসামী সাবু মিয়া কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান আটককৃত আসামীকে শনিবার হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।