সুমন আহমেদ বিজয়,লাখাই উপজেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে কোন কাজে আসছে না বন্যা দুর্গতদের জন্য বরাদ্দকৃত ৪২ লাখ টাকার মাল্টি পারপাস রেসকিউ বোট।
লাখাই উপজেলায় বোট টি কোন কাজে না আসলেও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২জন লোক বেতন নিচ্ছে মাসের পর মাস। অযত্নে অবহেলায় বিনষ্ট হচ্ছে বোটের সরঞ্জাম সামগ্রী। যেন দেখার কেউ নেই।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ৪২ লাখ টাকা মূল্যের বন্যা উপদ্রব জেলার জন্য বানিয়াচং- হবিগঞ্জ-২ মাল্টি পারপাস বোট দীর্ঘদিন ধরে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের পার্শ্ববর্তী সুতাং নদীতে ভাসমান অবস্থায় পড়ে রয়েছে।গত ২ বছরের ভিতরে এই মাল্টি পারপাস রেসকিউ বোট কোন কাজে ব্যবহার করা হয়নি। কিন্তু ব্যবহার করার আগেই বিকল হয়ে গেছে এই নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
আরও খোঁজ নিয়ে জানা যায়, মাল্টি পারপাস রেসকিউ বোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুইজন লোক চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন মোঃ মঈন উদ্দিন ও সাদেকুর রহমান সাদেক। মাল্টি পারপাস রেসকিউ বোটের কোন প্রকার কার্যক্রম না থাকায় তারা বসে বসে বেতন ভাতা সহ অনেক সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) রফিকুল ইসলাম রকিবের সাথে আলাপ কালে তিনি জানান, আমি লাখাই উপকেলায় যোগদান করার পর আমার কার্যালয় সূত্রে যতটুক জানতে পেরেছি বন্যা উপদ্রব জেলার জন্য এই মাল্টি পারপাস রেসকিউ বোট ২ বছর পূর্বে ৪২ লাখ টাকায় ক্রয় করা হয়েছিল কিন্তু ২বছরের ভিতরে কোন দিন কোন কাজে ব্যবহার করা হয়নি, এর ভিতরেই এই মাল্টি পারপাস রেসকিউ বোট বিকল অবস্থায় পড়ে আছে। ঝড় তুফানে বোটের ত্রিপল চিড়ে গেছে, বোটে পানি জমে ডুবে যাওয়ার উপক্রম হলে সেলু মেশিনের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা নিতে হয় তা না হলে পানিতে ডুবে গেলে বোট টি সম্পূর্ণ ভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান বোটে কর্মরত যারা আছে তারা চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত। প্রতি জুন মাসে তাদের চুক্তি নবায়নের মাধ্যমে বেতন ভাতা ভোগ করে থাকে। এই মাল্টি পারপাস রেসকিউ বোট বিকল অবস্থায় পড়ে আছে মর্মে বহুবার উর্ধতন কর্তৃপক্ষ কে চিঠি চালাচালি করে ও কোন প্রকার সুরাহা করা সম্ভব হয়নি।