লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত গৌতম চন্দ্র রায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাক্তার একে এম মঞ্জুরুল আহসান।
তিনি তার প্রেজেন্টশন উপস্থাপনার মাধ্যমে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আগামী ১৫ ই মার্চ ২০২৫ তারিখ থেকে এ উপজেলায় ১৪৮ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সের ৩ হাজার ১ শত ৩৪ জন শিশুদের কে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ -৫৯ মাস বয়সের ২০ হাজার ৮ শত ৭৯ জন শিশুদের কে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল লক্ষ্যমাত্রার ধরে কাজ করার জন্য উপস্থিত সকলের আহবান জানান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।