লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ ১ নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন মাধবপুর উপজেলার জগদীশ পুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে খোসনারা প্রকাশ তানিয়া।
পুলিশ সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় এসআই এমএ ফারুক আহমেদ, এসআই আখতারুজ্জামান, এএসআই রুহুল আমিন সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্র এলাকার খেয়াঘাট থেকে ২ কেজি গাঁজা সহ আসামী কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে তিনি জানান আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আসামী কে হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।