লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার স্বনামধন্য অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই ” এর উদ্যোগে র্যালি ও চারা বিতরণ করা হয়েছে।
৭ অক্টোবর রোজ সোমবার সকালে বামৈ ইউনিয়ন পরিষদের সামনে র্যালি পরবর্তী আম গাছের চারা বিতরণ করা হয়।
“গাছ লাগান,পরিবেশ বাঁচান” এই স্লোগান কে সামনে রেখে র্যালি ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ৪নং বামৈ ইউপির চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সংগঠন সহ-সভাপতি জহুরুল হক মিলন,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ সংগঠনের উপদেষ্টা বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সংগঠনের সদস্যদের হাতে রাজশাহীর উন্নত মানের ২ শত ৫০ টি আম গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ।