লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার কালাউক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজী মফু এন্টারপ্রাইজ কে ১ হাজার টাকা, শাহজালাল ষ্টোর কে ৫ শ টাকা এবং রমজান আলী হোটেল কে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানা পুলিশের এসআই নুরুল ইসলাম মুন্সী সহ একদল পুলিশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সি এ কামাল আহমেদ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ কঠোর হুশিয়ারী করে বলেন এধরণের অভিযান অব্যাহত থাকবে।