লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে পুলিশের অভিযানে মাদক মামলার এক পলাতক আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতার কৃত আসামী হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ছালেক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(২৪)।
সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় ও এসআই মানিক সাহার নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোড়াকরি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন গ্রেফতারকৃত আসামীকে গতকাল শুক্রবার হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।