ঢাকাTuesday , 31 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লাখাইয়ে মাদ্রাসায় ভাংচুর ও চুরির অভিযোগঃ থানায় মামলা।

    দেশ চ্যানেল
    December 31, 2024 3:46 pm
    Link Copied!

    লাখাই উপজেলা প্রতিনিধি

    লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এক মাদ্রাসায় ভাংচুর ও চুরির অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় অত্র মাদ্রাসার সভাপতি হাফেজ মোহাম্মদ আলী বাদী হয়ে গত ৩০ ডিসেম্বর লাখাই থানায় এক এজাহার দায়ের করেছেন।

    এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ফরাশ উদ্দিনের ছেলে মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ সহ ৭ জন মিলে তেঘরিয়া জামিয়া কারীমিয়া ফজলুল উলুম মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে মাদ্রাসাটি বন্ধ থাকায় মাদ্রাসার ঘরের তালা ভাঙ্গিয়া মাদ্রাসায় ঢুকিয়া ১ টি সাব মার্সেল টিউবওয়েল, ওজু খানার ১০ টি টেপ সহ ওয়ারিংয়ের পাইপ ভাংচুর করিয়া অনুমান ১৫ হাজার টাকা ক্ষতি সাধন করে একে অপরের সহযোগিতায় ঐ মাদ্রাসার প্রায় ৯০ হাজার টাকার  বিভিন্ন মালামাল  চুরি করে নিয়ে যায়।

    এ বিষয়ে মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ বলেন,এ মাদ্রাসা নিয়ে বিভিন্ন সময় বিচার বৈঠক হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

    তিনি আরও বলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া এ মাদ্রাসার বিষয়ে বেশ কয়েকবার মিমাংসা করে দিয়েছেন কিন্তু কেন যে শেষ হয় না বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না এবং আমাদের উপর আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

    এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তেঘরিয়া মাদ্রাসায় ভাংচুর ও চুরির বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি এবং এসআই আক্তারুজ্জামান কে দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য যে মাদ্রাসায় ভাংচুর ও চুরির ঘটনায় এলাকায় বইছে নানান গুঞ্জন ও প্রতিক্রিয়া,বিভিন্ন সূত্রে জানা যায় যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দাঙ্গা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST