লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বিভিন্ন বাজারে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম।বাজারে সবজি কিনতে এসে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিন্মবিত্ত সহ ক্রেতা জনসাধারণ।
ক্রেতারা বলছেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নিয়মিত বাজার মনিটরিং করার দাবী জানান তাঁরা। পাশাপাশি অতি দ্রুত সবজি নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গার দাবীও জানান ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বেধে দেওয়া ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা বিক্রি করার নির্দেশনা থাকলেও তা অমান্য করে ১৫ থেকে ২০ টাকা করে প্রতিটি ডিম বিক্রি করা হচ্ছে। যেন দেখার কেউ নেই!
সরেজমিনে সোমবার বুল্লা বাজারে গিয়ে দেখা যায়,প্রতি কেজি মুলা-৮০ টাকা,টমেটো-১৮০ টাকা, সিম-২০০ টাকা,কাচা মরিচ-৩৫০ টাকা,আলু-৭০ টাকা,বেগুন-১৩০ টাকা,কপি-১৫০ টাকা,শশা-৭০ টাকা,পেঁপে-৪৫ টাকা,মুখি-৮০ টাকা, ঝিঙ্গা-১০০ টাকা,জলপাই-৯০ টাকা,করলা-১২০, লেবুর প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, ডিমের প্রতি হালি-৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।
সাইফুল ইসলাম নামে এক ক্রেতা জানান সবকিছুর দামই বেশি। তিন-চার দিনের মধ্যে ২০-৩০ টাকা করে সবকিছুর দাম বেড়েছে। দাম না কমলে সবজি কিনা অনেক কষ্টকর হবে।আগে আমি যেটা এক কেজি কিনতাম, সেটা এখন আধা কেজি কিনছি, উপায় নেই খেতে ত হবে!
রাসেল নামে আর একজন ক্রেতা জানান প্রতিটি জিনিসের দাম বেশি, ৫০ টাকার জিনিস এখন ১০০ টাকা। দাম কমার তো কোনো সম্ভাবনা দেখছি না। উদ্যোগ না নিলে দাম কমবে না। আমাদের দাবি, নিয়মিত বাজার তদারকি করে যেন দামটা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হয়।