লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে সময়ের আলোচিত ও সাহসী কলম সৈনিক এমএ ওয়াহেদ কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ।
২৮ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন এর অংশ গ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজের সভাপতিত্বে ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, মহি উদ্দিন আহমেদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান,নোমান মোল্লা, তৌহিদ মোল্লা, সুশীল চন্দ্র দাস,আক্তার মিয়া,পারভেজ হাসান ও জুবায়ের আহমেদ প্রমুখ।
সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে বিগত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে পেশাগত দায়িত্ব পালন কালে করাব গ্রামের ছব্দর মিয়ার পুত্র ফজল মিয়া প্রাণনাশের হুমকি প্রদান করে ও তাঁর ব্যবহৃত মোবাইল সেট থেকে ছবি ডিলিট করতে বাধ্য করে এবং তাঁর বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ লাখাই থানায় সাধারণ ডায়েরি করেন।এমন পরিস্থিতিতে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাণনাশের হুমকি প্রদান কারী ফজল মিয়াকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগণ।সেই সাথে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।