লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় মেধার ভিত্তিতে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম আলম এর সভাপতিত্বে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ, অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ২০ জন শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সহ অতিথি বৃন্দ।