সুমন আহমেদ বিজয়ঃ
লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গঙ্গানগর কমিউনিটি ক্লিনিক প্রায়ই বন্ধ থাকার অভিযোগ উঠেছে।
ব্যাহত হচ্ছে ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা।
বঞ্চিত হচ্ছেন হাজার হাজার সেবা গ্রহীতা জনগণ। যেন দেখার কেউ নেই!
সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রান প্রন চেষ্টা বিফলে যাচ্ছে কিছু ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব প্রাপ্তদের কারণে।
৪ ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে গঙ্গানগর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দেখা যায় যে,কমিউনিটি ক্লিনিকের দরজায় তালা।
কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত
CHCP(কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার) বিউটি সন্ন্যাসীর মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দিলে উনি ফোন রিসিভ করেন নাই এবং কি কারণে তিনি কমিউনিটি ক্লিনিকে উপস্থিত নাই সে বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
গঙ্গানগর এলাকার স্হানীয় বাসিন্দা
রীনা বেগম জানান বিউটি মেডাম মধ্যে মধ্যে গ্যাপ দেয়,উনি প্রায়ই ট্রেনিং ও ঔষধ আনার জন্য বামৈ হাসপাতালে যেতে হয় বলে আমাদের কে বলে।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন জানান আমি গত সপ্তাহে সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গঙ্গানগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছিলাম কিন্তু CHCP বিউটি সন্ন্যাসী কে সেখানে উপস্থিত পাই নাই। সে সব সময় পারিবারিক সমস্যা দেখায়।এবিষয়ে অতীতেও তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে।গত মাস থেকে তার বেতন ভাতা বন্ধ করা হয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গঙ্গানগর কমিউনিটি ক্লিনিকে তালা, এবিষয়ে একটি লাইভ দেখে তাকে আবারও শোকজ করা হয়েছে এবং দ্রুত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক জানান গঙ্গানগর কমিউনিটি ক্লিনিকের CHCP বিউটি সন্ন্যাসী কে আগেও কয়েকবার শোকজ করা হয়েছে। আমি খোঁজ নিয়েছি সে কমিউনিটি ক্লিনিকে অনুপস্থিত ছিলেন। বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।