লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের ঈদগাঁ মাঠ হইয়া চন্দ্রার পুকুর থেকে মুসাউল আলম এর বাড়ীর দক্ষিণ পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্যানেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর ও হরিণাকোনা গ্রামের হাজার হাজার জনসাধারণ।
জলাবদ্ধতার কারণে জনসাধারণ ও যান চলাচলে অনুপযোগী পড়ে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। গুরুত্বপূর্ণ এ সড়ক টি যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী সহ প্রতিনিয়ত যাতায়াত কারী হাজার হাজার জনসাধারণ।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ। যেন দেখার কেউ নেই!
সরেজমিনে গিয়ে দেখা যায় যে বুল্লা বাজার থেকে সিংহগ্রামের আমতলী হইয়া সিংহগ্রামের শাহী ঈদগাঁ হইয়া গুনিপুর সড়কের চন্দ্রার পুকুর থেকে মুসাউল আলম এর বাড়ীর দক্ষিণ পর্যন্ত প্রায় ৬শত ফুট পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মুসাউল আলম নামে এক ভুক্তভোগী তার ফেইসবুকে জলবদ্ধতার দূরীকরণে সাংবাদিক ও লাখাই উপজেলা প্রশাসন এর সদয় দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন।
ভুক্তভোগী মুসাউল আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান সামান্য বৃষ্টি হলেই চন্দ্রার পুকুর থেকে আমাদের বাড়ীর দক্ষিণ পর্যন্ত পানি লেগে জলাবদ্ধতা সৃষ্টি হয়, চলাচল করতে অনেক কষ্ট হয়।
তিনি আরও বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ড্যানেজ ব্যবস্থা সচল করে একটি কালভার্ট নির্মাণ করে দেয় তাহলে আমাদের দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যার সমাধান হবে।
মুসাউল আলম এর ফেইসবুক পোস্টে মোঃ রিয়াজ তালুকদার নামে এক ব্যক্তি মন্তব্য করে তিনি লেখেন বৃষ্টি আসলেই এই রাস্তা দিয়ে চলাচলে জীবনের হুমকি চলে আসে।
অনেক এলাকার পানি এই রাস্তার উপর দিয়ে সিংহগ্রামের গোপাটে যায় তাই মানুষ চলাচলের সমস্যা হয়ে দাঁড়ায়।
এই রাস্তার সাইড দিয়ে পানি যাওয়ার জন্য স্থায়ী ভাবে একটা ড্রেইন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে অতি গুরুত্বপূর্ণ সড়ক টি জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবী জানান সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর ও হরিণা কোনা গ্রাম বাসীর ভুক্তভোগী হাজার হাজার জনসাধারণ।