লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতিচ্ছবি যুব নেতা আল আমিন ইসলাম অনিক ।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে আল আমিন ইসলাম অনিক কে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ বিআরডিবির উপপরিচালক, মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান নির্বাচন কমিশনার বানিয়াচং উপজেলার সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, নির্বাচন কমিশনের সদস্য সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিমান কুমার দাশ ও লাখাই সমবায় অফিসের সহকারী পরিদর্শক দুলাল দেব ও সমবায় কর্মকর্তা রূপালী রানী পাল এর উপস্থিতিতে আল আমিন ইসলাম অনিক কে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
আল আমিন ইসলাম অনিক লাখাই উপজেলার বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালে লাখাই উপজেলার সর্বসাধারণ,গন্যমান্য ব্যক্তিবর্গ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাংবাদিক বৃন্দের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য যে আল আমিন ইসলাম অনিক লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসাবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।তিনি ইতিপূর্বে লাখাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।