লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলা পরিষদের জমি দখল করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায় গত বৃহস্পতিবার বিকেলে বামৈ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে আঃ রহমান তার লোকজন নিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে টিনের চাপটা দ্বারা গৃহ নির্মাণ নির্মাণ করেন।
এ বিষয়টি উপজেলা পরিষদের নজরে আসলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
এ নিয়ে গতকাল রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান গৃহ নির্মাণকারী আঃ রহমান এর সাথে কাগজ পত্র নিয়ে চলছে চুল-ছেঁড়া অনুসন্ধান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে একটি টিনের চাপটা বিশিষ্ট একটি ঘর দাড়িয়ে আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত বৃহস্পতিবার অফিস ছুটির পর আঃ রহমান নামে এক ব্যক্তি সংগোপনে টিনের চাপটা বিশিষ্ট একটি ঘর নির্মাণ করেছেন।এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখে গৃহ নির্মাণকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে গৃহ নির্মাণকারী আঃ রহমানের সাথে আলাপ কালে তিনি জানান,আমি রেজিষ্টার দলিল মূলে আমি মালিক এবং আদালতের রায়ে আমি জমি পেয়েছি। গত জরিপে কার নামে আর এস রেকর্ড হয়েছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা পরিষদের নামে আর এস রেকর্ড হয়েছে। আপনি যে আদালতের রায় পেয়েছেন ঐ জমির নাম খারিজ করেছেন কি না জানতে চাইলে তিনি জানান, নামজারী খারিজ করি নাই তবে এস এ খতিয়ান আমার নামে আছে।