লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা স্বরুপ টিন ও আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গত ১২ সেপ্টেম্বর দিবাগত-রাতে লাখাই বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ।
এসময় তিনি তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে এই অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়ক হবে উল্লেখ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন।
উল্লেখ্য যে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ সহ মালামাল ভস্মীভূত হয়।