লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহয়তা প্রদান করেছেন লাখাই উপজেলার অন্যতম স্বনামধন্য, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই”।
২০ সেপ্টেম্বর রোজ শনিবার লাখাই বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ী কে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
আর্থিক সহয়তা প্রদান কালে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, অত্র সংগঠনের উপদেষ্টা ৫নং করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আবুল কাশেম, মহসিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ করিম,লাখাই উপজেলার ৬ ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর হাতে আর্থিক সহয়তা বাবদ নগদ অর্থ তুলে দেন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর নের্তৃবৃন্দ।