ঢাকাWednesday , 20 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা – মহিপুর সড়কে ভারী চলাচল সাময়িক বন্ধ

দেশ চ্যানেল
September 20, 2023 11:57 am
Link Copied!

রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি(লালমনিরহাট)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা – রংপুর সড়কের শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অধিকতর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা এবং সড়কটিকে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে বুধবার সকালে কাকিনা মোড়ে ইট লোহার ব্যারিকেড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ১৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারী করেন।

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন। সেদিন থেকেই সেতুর দুই পাশে প্রায় ১২ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও বাস চলাচলের উপযোগী নয় এই অজুহাতে ইট ও লৌহদণ্ডের একটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর গত ২১ জানুয়ারি/২৩ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে ব্যারিকেড খুলে দেয়া হলে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হয় এবং ৮ মাসেই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে অটোরিকশা, সিএনজি চলাচলের জন্যেও মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, বুধবার সকাল থেকে ব্যরিকেড দেয়া হচ্ছে। সড়কটিকে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে ২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST