রশিদুল ইসলাম
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাট জেলার কালীড়ঞ্জ উপজেলায় অবস্থিত চামটাহাট উচ্চ বিদ্যালয়। প্রতিবারের ন্যায় এবারো পহেলা জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহার স্বরুপ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, নবীন বরন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ ঘটিকায় বই বিতরণ আরম্ভ হলে মোঃ সিয়াম, গ্রামঃ মৌজা শাখাতী, চামটাহাট, কালীগঞ্জ, লালমনিরহাট এর সাথে বসার জায়গা নিয়ে মোঃ আনছারুল ইসলাম রিপু, পিতাঃ আরিফুল ইসলাম, গ্রামঃ কৈটারী, চামটাহাট, কালীগঞ্জ, লালমনিরহাট এর কথা কাটাকাটি হয়। এমতবস্থায় মোঃ সিয়াম তার নিজ বাসা ফিরে গিয়ে তার চাচা মোঃ সামসুল হক কে অভিযোগ জানায় যে আনছারুল আসলাম রিপু আমাকে ধাক্কা দিয়েছে। সামসুল হক বিস্তারিত যাচাই না করে দেশী অস্ত্র নিয়ে চামটাহাট উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। প্রবেশ করে আনছারুল ইসলাম রিপুকে আঘাত করার চেষ্ঠা করে। আক্রমানাত্মক পরিস্থিতি দেখে উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ এগিয়ে আসেন। শিক্ষগণ আনছারুল ইসলাম রিপুকে বাঁচাতে এগিয়ে এলে ঘটনাস্থলে থাকা বিপ্লব স্যার এর উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্ঠা করে। শিক্ষকের গায়ে আঘাতের সময় শিক্ষার্থীরা আক্রমনকারী সামসুল কে বাধা দেয়। সামসুল হক পরিস্থিতি ঘোলাটে করায় গণঠোলাই করে পাবলিক। পরিস্থিতি আয়ত্বের বাইরে গেলে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা আক্রমনকারী সামসুল কে বাঁচিয়ে নিয়ে একটি কক্ষে আটক করে রাখেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সহাকারী শিক্ষদের সাথে পরামর্শ করে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা শালিশীর মাধ্যমে সামসুল হককে তার পরিবারে ফিরে দেন।