রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি,
লালমনিরহাটে কয়েকটি অঙ্গসংগঠন একত্রে হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমীর উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়ের স্বাগত বক্তব্য প্রদানে বুধবার ৬ (সেপ্টেম্বর) ২০২৩ দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাটের আয়োজনে গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন
আলোচনা সভা শেষে সকল সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে লালমনিরহাট গোশালা সোসাইটি মন্দির হতে শহরের কয়েকটি জায়গায় মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণ করে অনুষ্ঠানরত গোশালা সোসাইটির দূর্গা মন্দিরে মঙ্গল শোভাযাত্রাটি এসে শ্রীকৃষ্ণের ভক্ত মণ্ডলীরা একত্রে মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হিরা লাল রায়ের অনুমতিক্রমে, শ্রী দুলাল চন্দ্র এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের মঙ্গল ও শোভাযাত্রার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সহকারী প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক আতাউর রহমান, সদর থানার অফিসার ওমর ফারুক,সভাপতি শ্রীশ্রী রাধাগিরীধারী মন্দির বানিয়াদিঘী লালমনিরহাট শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারি, সভাপতি বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট ,বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন কমিটি লালমনিরহাট শ্রী সুবল চন্দ্র বর্মন, আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট শ্রী দিপক চন্দ্র রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির লালমনিরহাট জেলা শাখার সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে গোশালা সোসাইটির গৌরীশঙ্কর স্কুল মাঠ ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।