জেলা প্রতিনিধি ( নড়াইল )
সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২নভেম্বর) সন্ধ্যায় নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লে.কমান্ডার (অবঃ)এ এম আব্দুল্লাহ নেতৃত্বে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লোহাগড়া ফয়েজ মোড় হতে হরতাল বিরোধী মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে নেতাকর্মীরা উপজেলার লোহাগড়া বাজারের আড়িয়ারা ষ্টান্ডে কর্মসূচিতে বক্তব্য রাখেন,বুয়েট প্রকৌশলী লেঃকমান্ডার ( অব) এম এম আব্দুল্লাহ দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আওয়ামীলীগ নেতা মোল্যা মোশারেফ হোসেন,আওয়ামীলীগ নেতা মুনসী শরিফুল ইসলাম,বাদশা কাজি, সৈয়দ ওমর আলী,মোঃ হাসান বিশ্বাস, লোহাগড়া পৌরসভার সাবেক কমিশনার মোজাম খাঁনসহ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জামায়াত হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে । তবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি জামায়াতের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে প্রস্তুুত রয়েছে।