জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ার মোচড়া এলাকায় দুপক্ষের মধ্যকার হামলায় রবিবার সন্ধ্যায় দুপক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।
মোচড়া গ্রামের ভূক্তভোগী সহ গ্রামবাসীরা জানায়, করফা এলাকার প্রভাবশালী কতিপয় লোকে দীর্ঘদিন যাবৎ মোচড়া এলাকার মানুষদের উপর অত্যাচার, হুমকি প্রদান, চাঁদাবাজী সহ নির্যাতন করে আসছিলো। করফা এলাকার লোকজন
রবিবার চাঁদার টাকা আনতে গিয়ে মোচড়া গ্রামের মহিলাসহ অন্তত ৬ জনকে মারপিট করে। ওই সময় আহত হয় ছাত্রদলের ২ নেতা সহ অনেকে । আহতরা হলেন মোচড়া গ্রামের আবেজান বিবি(৬২),জলিল শেখ(৭০), নয়ন শেখ(২৮),তাসলিমা বেগম(৩৮),সূর্য বেগম (৩৭), মাহফুজ(২৩)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলা করলে গ্রামবাসীরা অতিষ্ট হয়ে পার্শ্ববর্তী রেল লাইন থেকে পাথর এনে দূর্বৃত্তদের উপর পাল্টা হামলা করে। পাল্টা হামলা অন্তত ৩ জন আহত হয়। আহতরা হলেন চরকরফা কামঠানা গ্রামের মিথুন সিকদার(৩২), আনিসুর রহমান রিয়ন(২৩), সোহাগ সিকদার(২৮)। আহতরা বিএনপি সমর্থিত নেতা, কর্মী, সমর্থক।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়া হয়েছে। আহতরা বলেন, শালিসের টাকা লেনদেনের ঘটনায় গিয়ে তারা হামলার শিকার হন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের ডাক্তার জান্নাতুল ফেরদৌস তন্বী জানান, তিনজন বুলেট বিদ্ধ হয়েছেন।
ভূক্তভোগীসহ স্থানীয়রা জানায়, চাঁদা নিতে এসে মোচড়া গ্রামের লোকদের মারপিট করায় গ্রামবাসীরা করফা এলাকার কয়েকজনকে মারপিট করেছে। গুলির কোন ঘটনা ঘটেনি।উদ্দেশ্যমূলকভাবে কথিত গুলি বর্ষনের খবর রটিয়েছে তারা।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।তবে কোন গোলাগুলির ঘটনা ঘটে নাই।