জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় একজন প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে একদল দূর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আইরিন বেগম বেগম (৩৪) গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নার্গিস বেগম (৫১) ও তার ছেলে হেলাল শেখ (৩১) পরস্পর যোগসাজশে আমার ওপর কারণে-অকারণে অন্যায়-অত্যাচার করে আসছে। আমার স্বামী বিদেশে থাকার কারণে নার্গিস ও তার ছেলেসহ অন্যান্য সহযোগীরা মিলে আমার জমির ফসলহানিও করেছে। আমি আমার নাবালক তিন ছেলেকে নিয়ে আত্মীয়-স্বজণদের বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্তরা তার বাড়ি থেকে সংসারের ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
এর জের ধরে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নার্গিস বেগমের ছেলে হেলাল শেখের নেতৃত্বে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত রামদা, ছ্যানদা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আইরিন বেগমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় দূর্বৃত্তরা তার গলায় থাকা ১ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় দূর্বৃত্তরা লোহার রড দিয়ে আইরিন বেগমের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। গুরুতর আহত আইরিনকে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছে। এ ঘটনায় বুধবার রাতেই লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারে নাই।