জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে চাউলের গাড়িসহ নহাটা ইউনিয়নের পাঁচ রাস্তা নামক স্থান থেকে আটক করে স্থানীয় জনতা।
চালের গাড়িসহ আটক মো: মিলন জানান,২৪ অক্টোবর সকালে নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারের ডিলার হিমায়েত মোল্লা ও নালিয়া বাজারের ডিলার কামরুল ইসলামের গোডাউন থেকে চালগুলো গাড়িতে লোড দিয়ে মাগুরায় বিক্রির উদ্দেশে যাওয়ার পথে চাউলের গাড়িসহ নহাটা ইউনিয়নের পাঁচ রাস্তা নামক স্থানে পৌছালে স্থানীয় জনতার সন্দেহ হলে গাড়িটি থামিয়ে চেক করে।
এসময় গাড়ি বোঝায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউলের বস্তা দেখে স্থানীয় জনতা নহাটা পুলিশ ফাড়িতে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ গাড়িসহ চাল ও মিলনকে আটক করে নহাটা ফাড়িতে নিয়ে যায়।
এদিকে,নলদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হেমায়েত মোল্লা বলেন চাউল গুলো নালিয়া বাজারের ডিলার কামরুল ইসলামের গোডাউন থেকে লোড করা হয়েছে।
আমার চরিত্র হরণ করার জন্য আটক মিলনকে দিয়ে কেউ হয়তো আমার নাম বলেছে।
এ ব্যাপারে নালিয়া বাজারের স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল খোলা বাজারে বিক্রি করে দেওয়া জঘন্যতম কাজ।
এর সাথে জড়িত ২ জন ডিলারের ডিলারশিপ বাতিল এবং তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু রিয়াদ বলেন খবর পাওয়ার সাথে সাথেই আমি স্থানীয় প্রশাসনকে অভিযুক্তদের ব্যাপারে আইনি প্রদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।
ঘটনার সাথে জড়িত কেউ ছাড় পাবে না তদন্ত করে অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

