জেলা প্রতিনিধি( নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় দূর্বৃত্তরা হামলা চালিয়ে লাহুড়িয়া কলেজ পাড়ার মাদ্রাসার শিক্ষক সৈয়দ আয়ুব আলীর বসতবাড়ি মধ্যযুগীয় কায়দায় ভাংচুর করে মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়াগেছে।
পারিবারিক অভিযোগ সূত্রে জানা গেছে,বুধবার (২৮ডিসেম্বর) রাত দুইটার দিকে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে আলী মিয়া ও জিল্লু মোল্যার নেতৃত্বে অর্ধ-শতাধিক লোকজন দেশীয় অস্ত্র রামদা,ছ্যানদা,লাঠিশোটা নিয়ে লাহুড়িয়া কলেজ পাড়ার মাদ্রাসার শিক্ষক সৈয়দ আয়ুব আলীর বাড়ীতে হামলা চালিয়ে পূর্বপোতার একটি টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এসময় ঠেকাতে গেলে দূর্বৃত্তরা আয়ুব আলী, স্ত্রী হালিমা বেগম,মেয়ে মরিয়ম খানম ও ছেলে মেহেদী হাসানকে মারপিঠ করে আহত করে । তাদেরকে ভয়ভীতি দিয়ে ঘরের মধ্যে আটক করে রেখে ঘরে থাকা ধান-পাট,গরু-ছাগল,হাস-মুরগী এবং আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আলী মিয়া বলেন,আয়ুব আলীর বসত বাড়ির ওই ঘরের জায়গায় আমার ক্রয়কৃত জমিতে রাতে ঘর তুলতে গিয়েছিলাম।
লোহাগড়া লাহুড়িয়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ সেলিম হোসেন জানান ,এ ঘটনা জানতে পেরে সংগে সংগে ঘটনায় স্থলে পুলিশ পাঠিয়েছি বর্তমান পরিস্থিতি শান্ত মামলা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।