জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির শরসুনা গ্রামে গরু চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় প্রতিপক্ষরা মহিলা সহ অন্তত ৭ জনকে মারপিট করে ৮টি বাড়িতে ভাংচুর করেছে।
জানা যায়, গত ২৭মার্চ দুপুরে তেলিগাতি গ্রামের নবাব মৃধার একটি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া গরুটি পরে মাকড়াইলের শহিদুল ব্যাপারীর বাড়িতে পাওয়া যায়। ওই ব্যাপারী গ্রামবাসীদের জানায় তিনি শরসুনা গ্রামের ইমরুলের কাছ থেকে গরুটি কিনেছেন। পরবর্তীতে ইমরুলের বাবা ব্যাপারীকে টাকা দিয়ে গরু ফিরিয়ে এনে প্রকৃত মালিককে দেন। কিন্তু এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে লাহুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি উজ্বল শেখ, রিয়াজ,কামাল শেক,মুস্তাক,মুস্তাইন,কাদের,রিজ্জাক, হানিফ, মফিজ,মিলনের নেতৃত্বে ৩/৪শ জনে
৩০মার্চ সকালে শরসুনা গ্রামে হামলা চালিয়ে মনির শেখ, টুনু শেখ,লিমন শেখ,ইউনুস শেখ, হিটলার শেখ, সামাদ শেখ, রুবেল, কালু শেখের বাড়িতে হামলা ও ভাংচুর করে।হামলার সময় শিশু মুরসালিন শেখ, রুমি বেগম,গোলজার শেখ,পলাশ শেখ সহ ৭ জন কে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।