জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া থানায় নাশকতা মামলার এক আসামি কে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেন কে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৮জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।
পুলিশ সূত্র জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ২৯০ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা করেন।
ফেসবুক স্ট্যাটাসে মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেন,আমার করা নাশকতার মামলার এজারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমান কে গত ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করে ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন। এ ঘটনার পরের দিন ৬ জুলাই বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করে ঘটনার সত্যতা পায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেন কে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।