জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
তিনি তার মৃত্যুর আগে চিরকুট লিখে গিয়েছেন। চিরকুটের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বক্তব্য দেন নাই লোহাগড়া থানা পুলিশের ইউডি কর্মকর্তা এসআই আব্দুল আজিজ।
শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ মরদেহ সুরহাতাল করে এবং মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুট ও মোবাইল ফোন জব্দ করে।
রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে তার মা তাকে ডকাডাকি করেও তার কোন সাড়া শব্দ না পেয়ে, ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করেন। তখন দেখতে পান ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে রাহাজের মৃতদেহ খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের এসআই আব্দুল আজিজ ও এসআই শুকুর মরদেহ সুরহাতাল প্রতিবেদন তৈরী করেন।
পারিবারিক কলহের জেরে তিনি আত্নহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্নহত্যা করেছেন তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।