ঢাকাMonday , 30 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত।

দেশ চ্যানেল
September 30, 2024 10:29 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল

কন্যা শিশু স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইব্রাফিল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।

 

এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সভায় ইভটিজিং, বাল্য বিবাহের কুফল ও অপমৃত্যুরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দরজি প্রশিক্ষণার্থীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST