ঢাকাWednesday , 3 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় টেকসই বেড়ীবাঁধের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

দেশ চ্যানেল
September 3, 2025 10:08 am
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি নড়াইল

নড়াইল লোহাগড়া উপজেলায় টেকসই বেড়ীবাঁধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কোটাকোল ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন আলম,কোটাকোল ইউনিয়ন পরিষদের সদস্য শেখ শাহ আলম,কৃষক ইকরামুল শেখ, শেখ শামীম, বিশিষ্ট ব্যাবসায়ী মোল্যা গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন খরস্রোতা মধুমতির তীর ঘেষে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা, মল্লিকপুর,কোটাকোল ইউনিয়ন অবস্থিত। এই এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিবছর শত,শত একর কৃষি জমি ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদীগর্ভে। তখন তারা ভিটা মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করে। এবছর মধুমতি নদীর প্রবল স্রোত, প্রতিদিন শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি সাবেক ভেড়ীবাদ টি নদী গর্ভে বিলুপ্তি হয়ে গিয়েছে। ওই এলাকায় যদি স্থায়ী বেড়ীবাঁধ নির্মান না হলে তাহলে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে যাবে এবং শত শত মানুষ গৃহহীন ও ভুমিহীন হয়ে পড়বে।

তাই আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যেন আর ভিটা,মাটি হারাতে না হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST