জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন মহিলাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
বুধবার ২৬ ফেব্রুয়ারী বেলা ১১ টার সময় লংকারচর গ্রামে পিকুল মৃধার স্ত্রী সৃতি বেগম, (৩৫),নওশের মৃধার মেয়ে তানিয়া বেগম(২৭), নওশের মৃধার স্ত্রী জাহানারা বেগমকে(৪৯) ওই গ্রামের কবির মোল্যা ও লিয়াকত শেখের নির্দেশে পলাশ,মোজাম,ইলিয়াছ,রামিম,তাজিম,সাকিব,নয়ন,জুলহাস সহ ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নওশের মৃধার বাড়িতে হামলা চালায়। এসময় কোন পুরুষ বাড়ি না থাকায় ওই তিন মহিলাকে কুপিয়ে গুরুতর যখম করে।
স্থানীয় সুত্রে জানাগেছে গত ২৫ ফেব্রুয়ারী লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দ্বন্ধের সৃষ্টি হয়। এঘটনা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ওইসময় মিমাংসা করে দেন। এরই সু্ত্র ধরে ২৬ ফেব্রুয়ারী সকালে কবির মোল্যা ও লিয়াকত শেখের লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।
স্বজনরা আহতদের হাসাপাতালে আনতে গেলে প্রতিপক্ষরা মধ্যযুগীয় কায়দায় বাধা দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।
এঘটনায় প্রতিপক্ষের নেতা কবির মোল্যা ও লিয়াকত শেখের সাথে কথা হলে তারা মারামারি ঘটনা ধামাচাপা দিতে চাই কিন্ত সাংবাদিকদের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আমাদের লোকজন খুবই অন্যায় কাজ করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। পুলিশ তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।